Today is our topic of discussion-English TENSE
English TENSE
Tense শব্দের উৎপত্তি ল্যাটিন শব্দ Tempus থেকে। Tempus শব্দের অর্থ ‘সময়’। বাংলায় Tense অর্থ
কাল বা সময়।
নিচের উদাহরণগুলো লক্ষ্য কর
We are playing cricket today = আমরা আজ ক্রিকেট খেলছি।
We played cricket yesterday = আমরা গতকাল ক্রিকেট খেলেছিলাম।
We shall play cricket tomorrow = আমরা আগামীকাল ক্রিকেট খেলব।
উপরের Sentence গুলোতে ভিন্ন ভিন্ন তিনটি সময়ের কথা বলা হয়েছে। প্রথম Sentence-এ ‘আজ খেলছি’ অর্থাৎ বর্তমান সময়ের কথা বলা হয়েছে। এটা বর্তমান কাল বা Present Tense নির্দেশক বাক্য ।
দ্বিতীয় Sentence-এ গতকাল খেলেছিলাম অর্থাৎ অতীত সময়ের কথা বলা হয়েছে। এটা অতীত কালে বা Past Tense নির্দেশক বাক্য।
তৃতীয় Sentence-এ আগামীকাল খেলব, অর্থাৎ ভবিষ্যৎ সময়ের কথা বলা হয়েছে। এটা ভবিষ্যৎ কাল বা Future Tense নির্দেশক বাক্য।
সুতরাং বলা যায়, Verb-এর কাজ সংঘটনের সময় নির্দেশ করার জন্য Verb-এর যে রূপগুলো ব্যবহৃত হয় তাদের Tense বলে।
অর্থাৎ Verb-এর কার্য নিষপন্ন হওয়ার সময়কে Tense বলে।
Tense প্রধানতঃ তিন প্রকার, যথা-
1. Present Tense- বর্তমান কাল।
2. Past Tense অতীত কাল।
3. Future Tense- ভবিষ্যৎ কাল।
Present Tense
(বর্তমান কাল)
1. Present Tense : কোন কাজ বর্তমান হয়, হচ্ছে বা এইমাত্র শেষ হয়েছে। কিন্তুফল এখনও বর্তমান রয়েছে এরূপ বুঝালে Verb-এর Present Tense হয়। যথা-
(a) I read a book- আমি বই পড়ি।
(b) You are reading a news paper-
তুমি একটি সংবাদ পত্র পড়ছ।
(c) You have read a book- তুমি একখানা বই পড়েছ।
উপরের বাক্য তিনটির মধ্যে Read Verb-টি দ্বারা বর্তমানে কাজ সম্পন্ন হয়, হচ্ছে এবং হয়েছে বুঝাচ্ছে। সুতরাং Read Verb-টি তিনটি বাক্যেই Present Tense.
Present Tense চার প্রকার। যথা-
1. Present Indefinite সাধারণ বর্তমান।
2. Present Continuous- চলমান বর্তমান।
3. Present Perfect পুরাঘটিত বর্তমান।
4. Present Perfect Continuous- ঘটমান বর্তমান।
1. Present Indefinite Tense:
বর্তমানে কোন একটি কাজ হয়, এরূপ বুঝাতে Verb-এর
Present Indefinite Tense হয়। যথা ঃ
(a) The bird sings- পাখীটা গান করে।
(b) The cow eats grass গরুটা ঘাস খায়।
Note : চিরসত্য এবং নিত্যঘটিত অভ্যাস বুঝাতে সর্বদা Verb-এর Present Indefinite Tense
হয়। যথা-
(a) The sun rises in the east সূর্য পূর্ব দিকে উদিত হয়।
(b) He comes here daily. সে রোজ এখানে আসে।
Note: নিকটবর্তী ভবিষ্যৎ বুঝাতেও Present Indefinite Tense হয়। যথা-
1. The school reopens on Sunday next- আগামী রবিবার স্কুল খুলবে।
Note: Present Indefinite Tense Verb Third Person Singular Number-এর হলে Verb-এর শেষে s বা es যোগ করতে হয়। যথা-
(a) He eats rice – সে ভাত খায়।
(b) He does not eat rice সে ভাত খায় না।
(c) The cat mews বিড়ালটা মিউ মিউ করে।
গঠন প্রণালী ঃ Present Indefinite Tense গঠন করতে হলে কর্তার পরে verb-এর Present Form (রূপ) বসে।
2. Present Continuous Tense :
কোন কাজ পূর্বেই আরম্ভ হয়েছে এবং এখনও চলছে এরূপ বুঝালে
Verb এর Present Continuous Tense হয় । বুঝবার উপায় ঃ বাংলা বাক্যে ক্রিয়া পদের শেষে ইতেছি, ইতেছ, ইতেছে (সাধু ভাষায়) ইত্যাদি প্রত্যয় থাকলে ইংরেজিতে ing বুঝতে হবে।
গঠন প্রণালী : এ Tense গঠন করতে মূল Verb-এর Present form এর সাথে ing যোগ করতে হয়।
এবং তার পূর্বে Subject বা কর্তা অনুযায়ী Verb to be’ অর্থাৎ am, is, are ইত্যাদি বসে। যেমন ঃ
(a) He is going to school সে স্কুলে যাচ্ছে।
(b) They are playing football তারা ফুটবল খেলছে।
(c) I am raeding a book- আমি একটি বই পড়ছি।
(d) We are going to school আমরা স্কুলে যাচ্ছি।
(e) You are laughing- তুমি হাসছ।
লক্ষ্য কর : শুধু I এর পরে am, third person singular number-এর পরে is এবং আর সকল person এবং number এর পরে are বসে।
3. Present Perfect Tense :
কোন কাজ এইমাত্র শেষ হয়েছে; কিন্তু ফল এখনও বর্তমান আছে এরূপ বুঝালে Verb এর Present
Perfect Tense হয়। চিনবার উপায় ঃ বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আছি, আছ ও আছে প্রতায় থাকলে Present Perfect
Tense হয়।
গঠন প্রণালী : এ Tense গঠন করতে মূল Verb-এর Past Participle এর রূপ হয় এবং তার পূর্বে
কর্তা অনুসারে have বা has বসে। যথা- He has broken the glass- সে গাসটি ভেঙ্গেছে। I have done the sum আমি অংকটি করেছি।
4. Present Perfect Continous Tense :
কোন কাজ পূর্বেই আরম্ভ হয়ে ধীর্ঘ সময় ধরে চলছে এরূপ বুঝালে Verb-এর Present
Perfect Continuous Tense হয়।
চিনবার উপায় ঃ বাংলা ক্রিয়ার সাথে ইতেছে, ইতেছ, ইতেছে ইত্যাদি (সাধু ভাষায়) ক্রিয়া বিভক্তি থাকে এবং কোন ব্যাপক
সময়ের উল্লেখ থাকে। গঠন প্রণালী : মূল Verb-এর শেষে ‘ing’ যোগ করা হয় এবং তার পূর্বে কর্তা অনুযায়ী
have been বা has been বসে। যথা : I have been reading in this school for two years.
আমি দু বৎসর যাবৎ এ স্কুলে পড়ছি। Conjugation of verb ‘go’ in all forms of Present Tense.
Person
1st.
2nd. 3rd.
Person
Ist.
2nd
1. Present Indefinite Tense
Singular
I go- আমি যাই।
You go তুমি যাও।
He goes. সে যায়।
Present Continuous Tense
Singular
I am going (আমি যাচ্ছি)
Plural
We go আমরা যাই।
You go তোমরা যাও । They go তারা যায়।
Plural
We are going (আমরা যাচ্ছি)
You are going. তোমরা যাচ্ছ।
3rd
He is going. OKTOBE
They are going.
Present Perfect Tense
Person
1st.
2nd.
Singular
I have gong. আমি গিয়েছি।
You have gone. তুমি গিয়েছে।
He has gone. সে গিয়েছে।
3rd.
Person
Present Perfect Continuous Tense
Singular
1st..
I have been going আমি (পূর্ব হতে) যাচ্ছি।
2nd
You have been going. তুমি পূর্ণ হতে যাচ্ছে।
3rd.
He has been going. সে (পূর্ব হতে যাচ্ছে।
Plural
We gave gone. আমরা গিয়েছি।
You have gone. তোমরা গিয়েছে।
They have gone. তারা গিয়েছে।
Plural
We have been going. আমরা (পূর্ব হতে) যাচ্ছি।
You have been going তোমরা (পূর্ব হতে যাচ্ছে।
They have been going তারা (পূর্ন হতে যাচ্ছে
Past Tense (অতীত কাল)
Present Tense- এর ন্যায় Past Tense এ চার প্রকার
1. Past Indefinite Tense ধারণ অতী
2. Past Continuous Tense- চলমান
3. Past Perfect Tense পুরাঘটিত অতীত
4. Past Perfect Continuous Tense ঘটমান অতীত
1. Past Indefinite Tense
অতীতে কোন কার্য সম্পন্ন হয়েছিল বুঝালে Verb-এর Past indefinite Tense চিনবার উপায় ঃ বাংলা
ক্রিয়াপদের শেষে ছিল, ছিলে, ছিলাম ইত্যাদি প্রত্যয় থাকলে Past Indefinite Tense ঠা Tense গঠন করতে
কর্তার পর Verb-এর Past form I gave him a book আমি তাকে একখানা বই নিয়েছিলাম। You went to
school তুমি ভূলে গিয়েছিলে। He did the sum সে অংকটি করেছিল।
2. Past Continuous Tense
অতীত কালে কোন কাজ আর হয়ে কিছু সময় যাবৎ চলছিল বুঝাে Verb-এর Past Continuous Tense হয়।
চিনবার উপায় বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ইতেছিল, ইতেছিলে (সাধু ভামান্য) ছিল, ছিলে। (চলিত ভাষায়) ইত্যাদি কিনাবিক খ Verb-এর Past Continuous Tense।
গঠন প্রণালী : মূল Verb-এর শেষে ing যোগ করাতে হয় এবং এর পূর্বে কর্তা অনুwas were বসে –
was playing আমি খেলিতেছিলাম।
We were playing আমরা খেলিতেছিলাম। He was running সে দৌড়াচ্ছিল।
They were running তারা দৌড়াচ্ছিল।
You were writing- তুমি লিখছিলে।
মনে রাখবে । এর পরে এবং Third Person Singular Number এর পরে was এবং You s অন্য সকল Plural Number এর পরে were বসে।
3. Past Perfect Tense :
অতীত কালে একটি কাজের আগে আরেকটি কাজ সম্পন্ন হয়েছিল বুঝালে Verb এর Past perfect Tense হয়।
দুটি কাজের মধ্যে যেটি আগে সম্পন্ন হয়, তার Past Perfect এবং যেটি পরে সম্পন্ন হয়, তার Past Indefinite Tense হয়।
গঠন প্রণালী ঃ যে কাজটি পূর্বে হয়েছিল, তার মূল Verb-এর Past Participle রূপ বসে এবং তার পূর্বে had বসে। যথা ঃ The patient had died before the doctor came (ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল।) The train had left before we reached the station আমরা পৌঁছার পূর্বে গাড়ীটি স্টেশন ত্যাগ করেছিল।
4. Past Perfect Continuous Tense
অতীত কালে একটি কাজ আগেই আরম্ভ হয়ে আনা একটি কাজের পূর্ব পাপড় চলছিল, এরূপ বুঝালে Verb-এর Past Perfect Continuous Tense
गान Verb-এর শেষে ing যোগ করতে হয় এবং তার পূর্বে had been বসে। যথ I had been reading a book before he came সে আমার পূর্ব পর্যন্ত আমি একটি বই পড়ছিলাম।
We had been playing football since PM. বিকেল ৪টা পর্যন্ত আমরা ফুটবল খেলছিলাম। Conjugation of Verb ‘go’ in all forms of Past Tense :
Past Indefinite Tense
Person
Plural
Singular
I went (আমি গিয়েছিলাম)
You went (তুমি গিয়েছিলে
He went সে গিয়েছিল
We went (আমরা গিয়েছিলাম।)
You went (তোমরা গিয়েছিলে।)
They went তারা গিয়েছিলো।
3rd
Person
Past Continuous Tense
Singular
1st.
2nd
I was going. আমি যাচ্ছিলাম।
Plural
We were going. আমরা যাচ্ছিলাম।
You were going তুমি যাচ্ছিল।
You were going. তোমরা যাচ্ছিলে।
They were going তারা যাচ্ছিল।
Past Perfect Tense
Person
1st.
2nd
3rd
Singular
I had gone. (আমি গিয়েছিলাম)
You had gone (তুমি গিয়েছিলে)
He had gone. (সে গিয়েছিল)
Plural
We had gone. (আমরা গিয়েছিলাম)
You had gone. (তোমরা গিয়েছিল)
They had gone. (তারা গিয়েছিল।)
Future Tense (ভবিষ্যত কাল)
Future Tense চার প্রকার। যথা
1. Future Indefinite Tense.
2. Future Continuous Tense.
3. Future Perfect Tense
4. Future Perfect Continuous Tense,

1. Future Indefinite Tense:
ভবিষ্যতে কোন কাজ সম্পন্ন হবে বুঝালে Verb এর Future Indefinite Tense হয় চিনবার উপায় ও বাংলা ক্রিয়ার শেষে যে, বো, বা প্রতায় থাকলে ইংরেজিতে Future Indefinite
Tense বুঝতে হবে।
গঠন প্রণালী Tense গঠন করতে হলে মূল Verb-এর পর shall বা will বসাতে হয়। সাধারণতঃ ।
এবং will এর পর shall এবং আর সকল ব্যক্তি বা বস্তুর পর Will বসে। যেমন
I shall go – আমি যাব।
You will play- তুমি খেলবে।
He will come সে আসবে।
The dog will bark- কুকুরটি ঘেউ ঘেউ করবে।
We shall read আমরা
You will laugh- তোমরা হাসবে।
They will come- তারা আসবে।
The cat will run বিড়ালটি পৌড়াবে।
2. Future Continuous Tense:
ভবিষ্যতে কোন কাজ চলতে থাকবে বুঝালে Verb-এর Future
Continuous
ডিনাবার উপায় বাংলা বাকো ইতে থাকব, ইতে থাকবে ইত্যাদি থাকলে Verb-এর Future
Continuous Tense হয়।
গঠন প্রণালী ঃ এ Tense এ বাক্য গঠন করতে হলে মূল Verb-এর আগে Person ভেদে shall be বা will be বসবে এবং মূল Verb এর শেষে ing যোগ হবে। I shall be eating rice- আমি ভাত খেতে থাকব।
You will be going- তুমি যেতে থাকবে।
He will be playing- সে খেলতে থাকবে।
They will be reading- তারা পড়তে থাকবে।
3. Future Perfect Tense কোন একটি কাজ হবার পূর্বে আর একটি কাজ হয়ে থাকবে বুঝালে Verb এর Future Perfect Tense হয়।
গঠন প্রণালী : এ Tense গঠন করতে হলে মূল Verb-এর আগে Subject (কর্তা) অনুযায়ী shall have বা will have বসবে এবং মূল Verb-এর Past Participle form হবে। যথা : I shall have eaten rice before he comes. সে আসার আগে আমি ভাত খেয়ে থাকব।
4. Future Perfect Continuous Tense :
ভবিষ্যতে একটি কাজের পূর্বে অপর একটি কাজ কিছুকাল যাবৎ চলতে থাকবে
বুঝালে আগের কাজটির Future Perfect Continuous Tense হয়।
গঠন করার নিয়ম : এ Tense গঠন করতে হলে মূল Verb-এর আগে Subject অনুযায়ী shall have been বা will have been বসবে এবং মূল Verb-এর শেষে ing যোগ হবে। পরে সম্পাদিত Verb
টির Present বা Future Indefinite Tense হবে। যথা-
He will have been working till ten o’clock. সে দশটা পর্যড় কাজ করতে থাকবে।
Conjugation of Verb ‘go’ in all forms of Future Tense.
Future Indefinite Tense
Person
1st.
2nd.
3rd.
Singular
I shall go. আমি যাব।
You will go. তুমি যাবে ।
He will go. সে যাবে।
Plural
We shall go. আমরা যাব।
You will go. তোমরা যাবে।
They will go. তারা যাবে।
Future Continuous Tense
Person
1st.
2nd.
3rd.
Singular
I shall be going. আমি যেতে থাকব।
You will be going. তুমি যেতে থাকবে।
He will be going. সে যেতে থাকবে।
Plural
We shall be going. আমরা যেতে থাকব।
You will be going. তোমরা যেতে থাকবে।
They will be going. তারা যেতে থাকবে।
Future Perfect Tense
Person
1st.
2nd.
3rd.
Singular
I shall have gone. আমি যেয়ে থাকব।
You will have gone. তুমি যেতে থাকবে।
He will have gone. সে যেতে থাকবে।
Plural
We shall have gone. আমরা যেয়ে থাকব ।
You will have gone. তোমরা যেতে থাকবে।
They will have gone. তারা যেতে থাকবে।